সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৫নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের একপক্ষের হামলায় অপর পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাইপাস এলাকায় এ ঘটনাটি ঘটে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।
হামলায় আহতরা হলেন, আবুল হাসান, জাবের আহমদ, সাজু, রাজু, আবিদ ও আহমদ শাহেদ। এদের মধ্যে আবুল হাসান, জাবের ও সাহেদ আহমদের অবস্থা গুরুতর। আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহতদের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও একজনকে একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, আহত সবাই সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার ও ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদের অনুসারী।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই পক্ষের মধ্যে পূর্বের একটি ঘটনাকে সমাধানের লক্ষ্যে আবুল হাসান, জাবের আহমদসহ অন্যদেরকে বাইপাস এলাকায় একটি দোকানে নিয়ে যাওয়া হয়। এর এক পর্যায়ে উত্তপ্ত কিছু বাক্য বিনিময় হলে ২৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু দ্বারদা জিহাদ তামি ও তার ছোট ভাই জামির নেতৃত্বে ৩০ জনের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়। এতে ৬ জন আহত হন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
হামলার ব্যাপারে কিশোয়ার জাহান সৌরভ জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন। বিষয়টি সাংগঠনিকভাবে তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুহেল রেজাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available