নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে ১৬ হাজার ৮'শ কেজি (৪২০) মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। একই সাথে ১৬ জন জাটকা পরিবহণকারীকে আটক করা হয়।
২৬ জানুয়ারি শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনার ঢালচর এলাকা থেকে জাটকাসহ তাদের আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর মেঘনার হাতিয়ার ঢালচর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। অভিযানে ভোলার মনপুরা থেকে নোয়াখালীর চেয়ারম্যান ঘাটগামী একটি ব্লাকহেডে অভিযান চালানো হয়। পরে ব্লাকহেডে তল্লাশি করে প্রায় ৪২০ মণ জাটকাসহ ১৬ জনকে আটক করা হয়।
পরবর্তীতে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরোয়ারের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও অসহায় দুস্থ পরিবারের মাঝে জাটকাগুলো বিতরণ করা হয়। আটকব্যক্তিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available