• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১০:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১০:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

পদ্মাপাড়ে বর্ণিল ঘুড়ি উৎসব

২৭ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:১৭:১৫

পদ্মাপাড়ে বর্ণিল ঘুড়ি উৎসব

ফরিদপুর প্রতিনিধি: ‘চলো হারাই শৈশবে’- শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে পদ্মা নদীর তীরে ধলার মোড়ে অনুষ্ঠিত হলো বর্ণিল ঘুড়ি উৎসব। বর্ণাঢ্য এই উৎসবে যোগ দেন বিভিন্ন বয়সী হাজারো মানুষ।

সেখানে গিয়ে দেখা যায়, আকাশে উড়ছে নানান রঙের আর বিচিত্র ধরনের ঘুড়ি। ড্রাগন, কংকাল, সাপ, স্টার, চিল, বাদুর, অক্টোপাস, বক্সসহ বাহারি রং ও আকৃতির ঘুড়ি দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ।

২৬ জানুয়ারি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যতিক্রমী এ আয়োজন করে ফরিদপুর সিটি পেইজ নামের একটি সামাজিক সংগঠন।

এ উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই হাজার প্রতিযোগী বিভিন্ন আকৃতি ও রঙের ঘুড়ি নিয়ে অংশ নেন। বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোর্শেদ আলম।

উৎসব শেষে প্রতিযোগীদের মধ্য থেকে ১০ জনকে পুরষ্কার দেয়া হয়। ঘুড়িপ্রেমীরা দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুড়ি উৎসবে মেতে উঠেন।  
শৈশবের ভালো লাগা এই গ্রামীন ঐতিহ্য দেখতে আশা দর্শনার্থীরা জানান

উৎসবের আয়োজক সংগঠনের সমন্বয়কারী এমদাদুল হাসান বলেন, ‘বাঙালির ঐতিহ্যকে টিকিয়ে রাখতে ও আমাদের বর্তমান প্রজন্মের সঙ্গে আগামী প্রজন্মের মেলবন্ধন ঘটানোর জন্য আমাদের আয়োজন। ঘুড়ি আমাদের ঐতিহ্য, আর এটাকে সারা বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতেই এ আয়োজন।’

উৎসবের উদ্বোধন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, এ ধরনে উৎসব আমাদের তরুণ ও যুবসমাজকে মাদক ও অপরাধ প্রবণতা থেকে দূরে রাখবে। তাদের প্রতি আজকের আহবান, মোবাইল আসক্তি থেকে বিরত থেকে এ ধরনে কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার।

এদিকে এই উৎসবকে কেন্দ্র করে দুপুর থেকেই লোকে লোকারণ্য হয়ে যায় ধলার মোড়। বিভিন্ন বয়সী‌ লোকজনের সমাগমে মুখরিত হয়ে উঠে চারপাশ। উৎসবের পাশাপাশি তারা সংগ্রহ করেন বিভিন্ন রকমের ঘুড়ি। সন্ধ্যার পর থেকে শুরু হয় ফানুস উড়ান। গানে গানে মঞ্চ মাতিয়ে রাখেন শিল্পীরা। দর্শকরা আশা করেন, প্রতি বছরই এ ধরনের উৎসব হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫