রংপুর ব্যুরো: রংপুরের বদরগঞ্জ উপজেলার মসজিদ মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন এলাকায় ত্রাণ ব্যবস্থাপনা ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতিরিক্ত সচিব এতিম হাফেজ ও গরিব অসহায়সহ সর্বস্তরের শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
২৫ ও ২৬ জানুয়ারি দুই দিন রংপুরের বদরগঞ্জ উপজেলার পৌরশহরের যাদুনগর খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এবং পৌরসভার ফায়ার সার্ভিস জামে মসজিদ প্রাঙ্গনে শীতার্ত ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ত্রাণ ব্যবস্থাপনা ও দুর্যোগ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব রবিউল ইসলাম।
এ সময় রংপুরের এডিসি জেনারেল ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব রবিউল ইসলাম এনডিসি বলেন, দেশের প্রধান শেখ হাসিনা, তিনি সব সময় সকলকে নিয়ে চিন্তা করেন। সবার খোঁজ খবর নেন। কী করে সকলকে এক সাথে নিয়ে দেশের উন্নয়ন করা যায় সেটাই তিনি ভাবেন। এই শীতে শীতার্ত মানুষের মধ্যে গরম কাপড় বিতরণ করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগেই। তাই আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available