চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সাম্প্রতিক সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় চালের বাজার অস্থির বলে যে সংবাদ প্রকাশিত হচ্ছে, তা পুরোপুরি সত্য নয় বলে দাবি করেছেন মিল মালিকরা। চাঁপাইনবাবগঞ্জে মিল-মালিক গ্রুপের যৌথ সংবাদ সম্মেলন করে তারা জানান, বছরের বিভিন্ন সময় ধানের দাম উঠানামা করে। তবে মিল-মালিকরা সহনীয় মূল্যে চাল সরবরাহ করে থাকেন।
২৬ জানুয়ারি শুক্রবার সকালে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সম্মেলন কক্ষে জেলা চালকল মালিক গ্রুপ নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের মুনজুর, সাগর অটো রাইস মিল এবং অন্যান্য মিলারদের নামে ঢাকা থেকে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সত্য নয়। জেলা প্রশাসনের সাথে মিটিং করে চালের মূল্য নির্ধারণ করে প্রত্যেকটি মিলে ব্যানার ঝুলানো হয়েছে বলে জানান তারা।
তারা আরও জানান, বর্তমানে বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে এবং থাকবে। বাজারে কোনো চালের দাম অতিরিক্ত হয়নি বা অস্থিরতা সৃষ্টিও হয়নি। তবে চাল মালিকের কাছ থেকে কম দামে চাল কিনে কিছু পাইকারী ব্যবসায়ী ও খুচরা বিক্রেতা বাজারে বেশি দামে চাল বিক্রি করছে বলে অভিযোগ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন জেলা চাল কল মিল মালিক গ্রুপের সহ-সভাপতি আনোয়ার হোসেন, নবাব গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আকবর হোসেন, মোজাম্মেল হক অটো রাইস মিলের চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, ফারুক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন, আতিক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মফিজ উদ্দিনসহ অন্যান্য মিলারগণ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available