• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৪:০৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সামর্থবানরা এগিয়ে আসলে শীতার্ত মানুষ উপকৃত হবে: রংপুর সিটি মেয়র

২৭ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:০৭:৫৪

সামর্থবানরা এগিয়ে আসলে শীতার্ত মানুষ উপকৃত হবে: রংপুর সিটি মেয়র

রংপুর ব্যুরো: অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষসহ শীতার্তদের পাশে সমাজের সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। 

২৬ জানুয়ারি শুক্রবার বিকেলে রংপুর প্রেসক্লাব আয়োজিত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

মেয়র মোস্তাফিজার রহমান বলেন, যাদের সামর্থ রয়েছে তাদের উচিত হাত গুটিয়ে না রেখে মানুষের জন্য কিছু করা। এখন শীতে জবুথবু অবস্থায় রয়েছে অনেক মানুষ। যারা দিনমজুর তারা ঠিক মতো কাজে ফিরতে পারছে না। এমন মানুষের জন্য আমাদের সমাজের বিত্তবান, সামর্থবান ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

শীতবস্ত্র বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনায় প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনার সভাপতিত্বে সঞ্চালনা করেন সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।

আলোচনা সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক রাকিবুস সুলতান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মুন্না, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, কোষাধ্যক্ষ একেএম শরীফুজ্জামান বুলু, দফতর ও যোগাযোগ সম্পাদক সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির জিতু, কার্যকরী সদস্য সদরুল আলম দুলু, আব্দুর রউফ সরকার, সাব্বির আরিফ মোস্তফা পিয়াল প্রমুখ।

এ সময় সিটি মেয়র মোস্তাফিজার রহমান আরও বলেন, সাংবাদিকরা শুধু তাদের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সমাজ ও দেশের জন্য কাজ করে না। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ-সংকটেও তারা পেশাগত দায়িত্বের পাশাপাশি মানুষের জন্য মানবিক কাজগুলো করে আসছেন। রংপুর প্রেসক্লাব ঐহিত্যবাহি সংগঠন হিসেবে আগে থেকেই সেই কাজগুলো করে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। আমি তাদের মানবিক ও মহতি কাজগুলোর জন্য সংগঠনের সকলকে সাধুবাদ জানাচ্ছি।

সংক্ষিপ্ত আলোচনা শেষে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। প্রেসক্লাবের সাধারণ সদস্যদের অনেকই এ সময় উপস্থিত ছিলেন।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০