সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২৬ জানুয়ারি শুক্রবার রাতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ শীতবস্ত্র গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
শহরের রসুলপুর রোকেয়া সড়কস্থ কার্যালয়ে পৌর কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক প্রধান অতিথি থেকে অসহায় মানুষের হাতে এ শীতবস্ত্র তুলে দেন।
এ সময় সৈয়দপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন সৈয়দপুর প্রতিনিধি ওবায়দুল ইসলাম, সংগঠনের প্রধান উপদেষ্টা তারিকুল আলন আরবী, উপদেষ্টা জয়নাল আবেদীন, মো. শাকিল,বাদল আনসারী, সংগঠনের সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আজগার আলী, দপ্তর সম্পাদক সাজিদ, সমাজকল্যাণ সম্পাদক জাফরসহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
সভাপতি তাজ উদ্দিন বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে সৈয়দপুরে প্রচণ্ড শীত পড়ছে। ঘন কুয়াশা আর কনকনে শীতে বিশেষ করে সমাজের অসহায় মানুষগুলো রয়েছে চরম কষ্টে। এ কনকনে শীতের হাত থেকে কিছুটা রক্ষা পেতে আমরা সংগঠনের পক্ষ থেকে প্রায় ২৫০ জনকে একটি করে কম্বল সহায়তা করছি।
তিনি আরও বলেন, কম্বল ক্রয়ের সম্পূর্ণ অর্থ সদস্যদের ব্যক্তিগত তহবিল থেকে নেয়া হয়েছে। আমরা চাই সমাজে সকল মানুষ একটু হলেও ভাল থাকুক। এ সংগঠনের মাধ্যমে আমরা বেশ কয়েক বছর ধরে যতটুকু পেরেছি অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এ সংগঠন থেকে এলাকার মৃত ব্যক্তির দাফন-কাপনের কাজ করে থাকি। গরীব মানুষের মেয়ের বিয়ে, লেখা-পড়াসহ ভাল কাজে আমরা এগিয়ে এসেছি নি:শ্বার্থভাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available