• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৯:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৯:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে ইপিজেডের নারীকর্মী ৭ দিন ধরে নিখোঁজ, কাঁদছে দুই সন্তান

২৮ জানুয়ারী ২০২৪ সকাল ১০:০৫:০৬

সৈয়দপুরে ইপিজেডের নারীকর্মী ৭ দিন ধরে নিখোঁজ, কাঁদছে দুই সন্তান

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে মোছা. সুরজাহান (৩০) নামে এক নারী শ্রমিক গত সাতদিন ধরে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ সুরজাহান নীলফামারীর সদরের উত্তরা ইপিজেডের এভারগ্রীন ফ্যাক্টরির সেকশন সেভেনের একজন কর্মী। তিনি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের নাজমুল শাহের স্ত্রী। তার নাজমুন নাহার (১৩) ও সুজাত ( ৮) নামে দুই ছেলে-মেয়ে রয়েছে।  

এ ব্যাপারে নাজমুল শাহ সৈয়দপুর থানায় একটি নিখোঁজের ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি (তদন্ত) এস এম রাসেল পারভেজ।

সুরজাহানের স্বামী নাজমুল শাহ জানান, ‘তার স্ত্রী প্রায় ৪ বছর ধরে ওই ফ্যাক্টরিতে কাজ করছেন। প্রতিদিনের ন্যায় গত ২১ জানুয়ারি রোববার সুরজাহান কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো হদিস না পেয়ে সৈয়দপুর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করি। আমার ছোট দুই ছেলে-মেয়ে তার মায়ের জন্য সারাদিন কান্না করছে। ছেলে-মেয়ের মুখের দিকে আর তাকাতে পারছি না।’

এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি এস এম রাসেল পারভেজ বলেন, ‘নিখোঁজ নারী শ্রমিককে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫