• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে ফার্নিচার তৈরির কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি ব্যাপক

২৮ জানুয়ারী ২০২৪ দুপুর ০১:২৯:২৬

কেরানীগঞ্জে ফার্নিচার তৈরির কারখানায় আগুন, ক্ষয়ক্ষতি ব্যাপক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে আসবাবপত্র তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্টিল কিং ফার্নিচার নামের কারখানাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনার ঘটেনি।

২৮ জানুয়ারি রোববার ভোরে কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর বাজারের পশ্চিম পাশে ফার্নিচার কারাখানাটিতে আগুন লাগার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসের খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টিল কিং ফার্নিচারের মালিক জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মত রাত ১১টায় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর ভোরে দোকানে আগুন লাগলে দোকানের ঘুমন্ত কয়েকজন কর্মচারী দৌড়ে বেরিয়ে গিয়ে ফোনে আমাকে আগুনের সংবাদ জানায়। আগুনে আমার দোকানে থাকা ফার্নিচার তৈরির মেশিন, তৈরিকরা সুকেশ, আলমারি ও সব খাট পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

তিনি বলেন, একটি বিয়ে বাড়ির কাজের অর্ডার পেয়েছিলাম সেই মালামালও পুড়ে গেছে, এখন আমি তাদের কি জবাব দিব।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, রোববার ভোর ৫টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের ভেতরে কাঠের আসবাবপত্র ও বার্নিশের জন্য কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫