নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে প্রবীণদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারি শনিবার বিকেলে সদরের চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের হলরুমে দাতা সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উদ্যোগে শতাধিক প্রবীণ নারী-পুরুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
চাপড়া সরমজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. জাহাঙ্গীর আলম শাহ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন ইএসডিও নীলফামারী জোনাল ম্যানেজার লোকমান হোসাইন, প্রবীণ চাপড়া সরমজানী ইউনিয়ন কমিটির সভাপতি খন্দকার ওবায়দুর রহমান, ইএসডিও দারোয়ানী শাখা ব্যবস্থাপক আমিনুর রহমান, শাখা হিসাব রক্ষক গুল নাহার বেগম, প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. আব্দুল মোমেন ও ইউনিয়ন প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম।
এ সময় সৎকারের জন্য এক প্রবীণ সন্তানকে ২ হাজার টাকা প্রদান করা হয়। কর্মসূচি শুরু থেকে এ পর্যন্ত ইউনিয়নে প্রায় ১ হাজার প্রবীণকে কম্বল বিতরণ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available