স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮ জানুয়ারি রোববার বেলা ১১ টায় জেলা পুলিশের আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
গোপালগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার আল-বেলী আফিফা।
অনুষ্ঠানের শুরুতে মানবিক পুলিশ সুপার আল-বেলী আফিফা বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাইমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের বিভিন্ন গৌরবময় স্মৃতি কথা তুলে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ফিরোজ খান, গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম বদরুদ্দোজা বদর, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মুন্সী মো. আতিয়ার রহমান, লে. কর্নেল (অব.) গাজী বেলায়েত হোসেন, মুজিব বাহিনী প্রধান ইসমত কাদির গামা, পুলিশের সাবেক ডিআইজি এস এম মনিরুজামান, সাবেক ডিআইজি এস এম মাহফুজুল হক প্রমুখ।
এসময় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আয়নাল হোসেন শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (ক্রাইম অ্যান্ড অপস) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ-সদস্যবৃন্দ এবং জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available