মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে পাওনা টাকা না দিয়ে উল্টো পাওনাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ করা হয়েছে। বিষয়টি সুস্থ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পাওনা টাকা পেতে ২৭ জানুয়ারি শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন পাওনাদার ময়েন উদ্দীন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তরগ্রামের আজিমদ্দীনের ছেলে ময়েন উদ্দীন একই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে জয়নাল আবেদীন বাবুর নিকট ৬ বছর আগে একটি পুকুর লিজ দেয়। লিজের মেয়াদ শেষ হলে বাবু পুকুরের সমুদয় মাছ উত্তোলন করে পুকুরের লীজদাতা ময়েন উদ্দীনকে ১ জানুয়ারি পুকুরটি বুঝিয়ে দেয়। এরপর পুকুরটি পরিচর্যা করে বিভিন্ন প্রজাতির প্রায় ৫২ হাজার টাকার পোনা মাছ ছাড়েন পুকুরের মালিক ময়েন উদ্দীন। এর কয়েকদিন পর লিজগ্রহিতা বাবু থানায় অভিযোগ করেন যে, ওই পুকুরে তার আরও মাছ রয়ে গেছে।
এ অভিযোগের প্রেক্ষিতে গত ১৯ জানুয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রনজিৎ কুন্ডু, সাধারণ সম্পাদক বজলুর রশিদ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে থানায় শালিসের মাধ্যমে আপোষ মিমাংসার সিদ্ধান্ত হয় যে, ওই পুকুরে পোনা মাছ ছাড়ার খরচ বাবদ সভাপতি রনজিৎ কুন্ডুর মাধ্যমে ৪০ হাজার টাকা ময়েন উদ্দীনকে ক্ষতিপুরণ দিয়ে আগামী ২৫ জানুয়ারির মধ্যে জয়নাল আবেদীন বাবু সমুদয় মাছ উঠিয়ে নিবে এবং পুকুরে মাছ চাষের উপযোগী করে পানি ভরাট করে দিবে।
কিন্তু ২৩ জানুয়ারি বিবাদী জয়নাল আবেদীন বাবু পুকুর থেকে সমুদয় মাছ উঠিয়ে নিলেও উপরোক্ত ৪০ হাজার টাকা না দিয়ে বাদীকে গালিগালাজ, ভয়ভীতিসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available