সিলেট প্রতিনিধি: ‘আত্মমর্যাদার পরিবেশ, কুষ্ঠ-কলঙ্কের হবে শেষ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেটে লেপ্রা বাংলাদেশের অর্থায়নে ও সিলেট সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ২৮ জানুয়ারি রোববার সকালে নগরীতে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, মেডিক্যাল অফিসার ডা. স্বপ্নিল সৌরভরায়, ডা. মাইমুন্নাহার, মনিটরিং অফিসার শ্যামলকুমার চৌধুরী, মেডিক্যাল অফিসার (সমন্বয়) ডা. আহমেদ শাহরিয়ার, মেডিক্যাল অফিসার (ডি আর এস) ডা. স্নিগ্ধা তালুকদার, মেডিক্যাল অফিসার (আই সি টি) ডা. মাইমুন নাহার নাসরিন, লেপ্রা নফের মনিটরিং অফিসার শ্যামল কুমার চৌধুরী ও সিভিল সার্জন সিলেট অফিসের প্রোগ্রাম অর্গানাইজার আব্দুল আওয়াল।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে সিলেট জেলায় ১৮০ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ১২ জন শিশু রোগী এবং ৬৮ জন পূর্ণ বয়স্ক রোগী। ২০২৩ সালে সিলেট জেলায় ১৬৯ জন নতুন কষ্ঠু রোগী পাওয়া গেছে, যার মধ্যে ২০ জন শিশু রোগী এবং ১৪৯ জন পূর্ণবয়স্ক রোগী। এরমধ্যে মৌলভীবাজার জেলায় ২৩০ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে ১৫ জন শিশু রোগী এবং ২১৫ জন পূর্ণ বয়স্ক রোগী। হবিগঞ্জ জেলায় ১১৭ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে ২ জন শিশু রোগী এবং ১১৫ জন পূর্ণ বয়স্ক রোগী। সুনামগঞ্জ জেলায় ৩ জন কষ্ঠু রোগী চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে কোনো শিশু রোগী নেই।
বক্তারা আরও বলেন, কষ্ঠু রোগ নির্মূল এবং কষ্ঠু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য লেপ্রা বাংলাদেশ বর্তমানে মাঠ পর্যায়ে ২৯ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জেলা সদর হাসপাতালে কষ্ঠু রোগের চিকিৎসা এবং বিনামূল্যে কষ্ঠু রোগের ঔষধ পাওয়া যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available