রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়নের টিবিবির কার্ডধারী ৬ হাজার ৪৩৬ জন উপকার ভোগীর মাঝে সরকারি ভূর্তুকি মূল্যে টিসিবির মালামাল বিক্রয় কেন্দ্রগুলোকে মনিটরিং করেছেন গোয়ালন্দ উপজেলার প্রশাসন।
২৮ জানুয়ারি রোববার সকালে স্ব শরীরে কেন্দ্রগুলো পরিদর্শন করেন ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র।
বিক্রিত আইটেমের মধ্যে ছিলো ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি তেল, যার সরকারি ভূর্তকি মূল্য ৪৭০ টাকা। ডিলারগণ যাতে উপকার ভোগীদের ওজনে কম দেওয়া এবং কার্ডধারী ব্যক্তির বাহিরে কাউকে এই সুবিধা দিতে না পারে সেইজন্যেই গোয়ালন্দ উপজেলার প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মাঝে মাঝেই শোনা যায় ডিলাররা উপকারভোগীদের সুবিধা না দিয়ে, ব্যক্তি সার্থ হাসিল করার উদ্দেশ্যে চড়া মূল্যে বাহিরে বিক্রি করে। সেই অপচেষ্টা রোধ করার জন্য গোয়ালন্দ উপজেলার প্রশাসনের এই চেষ্টা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available