গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ১২৫ বোতল ভারতীয় মদসহ ৬ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশে। ২৮ জানুয়ারি রোববার ভোরে শ্রীপুরের মাওনা বাজার পাথারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, শ্রীপুর উপজেলার মাওনা বাজার এলাকার পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফ শাহরিয়ার অভি, শ্রীপুর পৌর এলাকার কড়ইতলার ফজলুল হকের ছেলে রেজাউল করিম, নেত্রকোণা পূর্বধলার আবুল কাশেমের ছেলে শহিদ মিয়া, বারতোপা গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম রনি, কেওয়া পশ্চিম খন্ড গ্রামের মো. নয়ন মিয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম ও ময়মনসিংহের কোতোয়ালির চরকালিবাড়ি এলাকার লিমন মিয়া।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ দেলোওয়ার হোসেন বলেন, নেত্রকোণা জেলার দূর্গাপুরের সীমান্তবর্তী এলাকা থেকে একটি বালু বোঝাই ড্রাম ট্রাকযোগে বিদেশি মদ বহন করে শ্রীপুরের সলিংমোড় পাথারপাড়া এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ১২৫ বোতল ভারতীয় মদ জব্দ করে গোয়েন্দা পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available