সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের-১৯৯৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্কুল ও কলেজ শাখা থেকে পাশ করা ছাত্রীদের পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি শনিবার সকাল ১১ টায় কলেজ চত্বরে জাতীয় পতাকা, কলেজ ও পুনর্মিলনীর পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোতাহের হোসেন সিদ্দিকী।
এ সময় নৃত্যের তালে তালে অতিথিদের বরণ করে নেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের প্রাণের উচ্ছ্বাসে মিলনমেলায় পরিণত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আরও ছিল লটারি ড্র এর মাধ্যমে ছাত্রীদের পুরস্কার বিতরণ বাছাইকৃত ছাত্রীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুনর্মিলনী কমিটির প্রধান উপদেষ্টা ও কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ
নাসির উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজ শাখার সমন্বয়কারী অধ্যাপক মোহাম্মদ খোরশেদ আলম, কমিটির সদস্য রফিকুল ইসলাম বিমা, মাইনউদ্দিন মুন্সি, হারুন,অধ্যাপক রেজাউল করিম প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available