নিজস্ব প্রতিবেদক : চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় সংসদের চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন।
৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে শেষ জানা শেষে নগরের গরীব উল্লাহ শাহ মাজার কবরস্থানে তাকে দাফন করা হয়।
গণমাধ্যমকে মোছলেম উদ্দিনের ব্যক্তিগত সহকারী আবদুল্লাহ আল মামুন জানান, সোমবার সকাল ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ বাড়িতে শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হয়। এরপর বাদ আসর বোয়ালখালীর গোমদন্ডী পাইলট স্কুল মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, সোমবার সন্ধ্যায় বোয়ালখালী থেকে অ্যাম্বুলেন্সযোগে মোছলেম উদ্দিনের মরদেহ নগরের আন্দরকিল্লা এলাকায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয় নিয়ে যাওয়া। সেখান থেকে তার মরদেহ রাতে লালখান বাজার বাসায় রাখা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গরীবুল্লাহ শাহ মাজার কবরস্থানে মা এবং ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে ৫ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাত ১২টা ৪৭ মিনিটে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
২০২০ সালে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে মোছলেম উদ্দিন জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি ছাত্রবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন। ২০০৫ সালে আওয়ামী লীগের নেতৃত্বে আসেন তিনি। ওই বছরের ২৩ জুলাই তাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। ২০১২ সালের ৪ নভেম্বর ওই কমিটির সভাপতি হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available