বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে বরগুনা জেলার বেতাগী উপজেলায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে।
২৯ জানুয়ারি সোমবার উপজেলা প্রশাসনেরর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এ মেলা আয়োজন করেন।
উপজেলা পরিষদ চত্বরে দুপুরে মেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফারুক আহমেদের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা খানম, মুক্তিযোদ্ধাকালিন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোতালেব সিকদার ও বীর মুক্তিযোদ্ধা ফারুক সিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জামাল হোসেন, মহিলা বিষয় কর্মকর্তা আফরোজা সুলতানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারে বিজ্ঞান মেলায় ২০টি স্টল দিয়েছে। মেলার উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলার মূল আকর্ষণ হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available