কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য সহায়তা প্রদান করা হয়েছে।
২৯ জানুয়ারি সোমবার বেলা ১১টার দিকে এসব সহায়তা প্রদান করে গুড নেইবারস বাংলাদেশ, কলাপাড়া সিডিপি।
জিএনবির আইডিভুক্ত ও আইডি বহির্ভূত মোট ৫৯০টি দরিদ্র পরিবারের শিশুদের মাঝে ১ কেজি গুঁড়া দুধ, ২ কেজি ডাল, ২ লিটার সরিষার তৈল, ১ কেজি চিনি, ১ পিস করে বডি লোশন, পেট্রোলিয়াম জেলি, সাবান, টিফিনবক্স ও পানির পট ও একটি ব্যাগ বিতরণ করা হয়। এসব সহায়তা পেয়ে শিশু ও শিশুদের পরিবার গুড নেইবারসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ সময় সিডিপি ম্যানেজার পলাশ রনি মণ্ডলের সভাপতিত্বে ও হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, মহিপুর সদর ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী, ইউপি সদস্য জাহিদুল ইসলাম সেলিম।
এ ছাড়াও গুড নেইবারস জাপান মোফা ডিআরআর প্রজেক্টের কো-অর্ডিনেটর দীপক কুমার দাস, প্রোগ্রাম ম্যানেজার জেমস রাজিব বিশ্বাস, প্রজেক্ট ফ্যাসিলিটেটর আমিনুল ইসলাম মামুন, মহিলা সমবায় সমিতির সভাপতি আয়শা আক্তার মুকুলসহ সিডিপি ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available