রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জয়নব (৫০) নামে পাঁচ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
২৯ জানুয়ারি সোমবার বিকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের আউখিরা এলাকায় তার স্বামীর ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই নারী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জয়নবের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জয়নব আউখিরা এলাকার ইমাম হোসেনের চতুর্থ স্ত্রী এবং কানুনিয়া এলাকার নজেব আলীর মেয়ে। ঘটনার পর থেকে স্বামী ইমাম হোসেন পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়, আউখিরা এলাকার মৃত ইসলাম হাওলাদারের ছেলে ইমাম হোসেনের ৪টি বিয়ে ছিলো। স্ত্রীর সাথে মনমালিন্য থাকায় এবং ইমাম পরকীয়ায় আসক্ত থাকায় পরাপর তিনজন স্ত্রী তার সংসার ছেড়ে চলে যায়। মৃত জয়নব তার চতুর্থ স্ত্রী। তাদের ২টি ছেলে ও ৩টি মেয়ে রয়েছে।
জয়নবের বড় ভাই সোহরাব হোসেন ও মেয়ে লাকি আক্তার বলেন, দুপুরে লাকি পুকুরে গোসল করে ঘরে এসে মা জয়নবকে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ডাক-চিৎকার দিলে পাশ্বাবর্তী স্বজনরা দৌড়ে আসে এবং গলায় জড়ানো ওড়না কেটে অচেতন অবস্থায় জয়নবকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে কেন আত্মহত্যা করেছে, তার সঠিক কোন কারণ বলতে পারেনি লাকি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা মু.আতাউর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মঙ্গলবার সকালে ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available