কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরাণীগঞ্জে ১১টি অনুমোদনহীন নকল পণ্য উৎপাদন মজুদ ও বিপণন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে র্যাব-১০ উপ-পরিচালক আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানায় বিএসটিআই-এর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে র্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত বৈদ্যুতিক তার, খাদ্যদ্রব্য, টিস্যু, কলম ও সেফটি হেলমেট তৈরি কারখানায় অভিযান চালায়।
এ সময় প্রয়োজনীয় কাগজপত্র, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও নিম্নমানের বৈদ্যুতিক তার তৈরীর জন্য জননী স্টেশনারি প্রোডাক্টস অ্যান্ড বুকসকে নগদ ৫ লক্ষ টাকা, জননী পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লক্ষ টাকা, সোলেমান ফুড প্রোডাক্টসকে ৩ লক্ষ টাকা, মেসার্স বাশার মোরব্বা ও সেমাই ঘরকে ৫০ হাজার টাকা, লিদদিন লিমিটেডকে ২ লক্ষ টাকা, মেসার্স ইজি ইন্ডাস্ট্রিজ (বিডি) লিমিটেডকে ৫ লক্ষ টাকা, মদিনা ফ্লাওয়ার মিলসকে ৪ লক্ষ টাকা, বিআরপি ক্যাবলসকে ২ লক্ষ টাকা, দোলা ক্যাবলসকে ২ লক্ষ টাকা, এসটিএম ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লক্ষ টাকা ও সুরাইয়া ইলেক্ট্রিক্যাল লিমিটেডকে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়াও প্রায় দুই লক্ষ টাকার নকল বৈদ্যুতিক তার ধ্বংস করে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের আভিযানিক দল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available