নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জের ব্যস্ততম কায়কোবাদ চত্বর এলাকায় যানজট লেগেই থাকে৷এই চত্বরের আশপাশে থাকা অবৈধ ভাসমান দোকানপাট এবং গাড়ি পার্কিং করে রাখা যানজটের অন্যতম কারণ।
নবাবগঞ্জের এই গুরুত্বপূর্ণ এলাকার যানজট নিরসনে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে পুলিশ।
৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ সদরে কায়কোবাদ চত্বরের দুপাশে অবৈধ দোকানপাট ও গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আমীনুল ইসলাম৷
বিষয়টি নিশ্চিত করে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এশিয়ান টিভি অনলাইনকে বলেন, আশপাশে যেসব ভাসমান দোকানপাট ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। এসব অবৈধ ভাসমান দেকানের কারণে প্রতিনিয়ত সড়কে যানজট লেগে মানুষের ভোগান্তি হতো৷
এএসপি আরও বলেন, গাড়ির কাগজের মেয়াদ উত্তীর্ণ হওয়া, মোটরসাইকেল আরোহী হেলমেট পরিধান না করা, এক মোটরসাইকেলে ৩ জন ওঠা, ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানোয় মোটরসাইকেল, পিকআপ, বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৬২,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলেও জানান এএসপি আশরাফুল আলম।
উল্লেখ্য যে, নবাবগঞ্জ কায়কোবাদ চত্বর এলাকায় এর আগেও উপজেলা প্রশাসন বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিল। অভিযানের পর কয়েকদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয় সড়কের পাড় দখল করে ভাসমান দোকানে ব্যবসা পরিচালনা। এতে ফিরে আসে যানজটের সেই পুরনো চিত্র। ভোগান্তি পোহাতে হয় পথচারীরসহ গাড়ি চালকদের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available