বদিউজ্জামান, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বিক্রমপুর সোসাইটি ও কাশিপুর এলাকাবাসীর উদ্যোগে ভূমিদস্যু, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্রমপুর সোসাইটির সভাপতি ও চেয়ারম্যান জুলহাস মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিক্রমপুর সোসাইটির সহ-সভাপতি খাজা মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আল মামুন মির্জা, মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বিক্রমপুর সোসাইটির সদস্যগণ মিজান এবং আল আমিন গং ভূমিদস্যু সন্ত্রাসীদের নিকট জিম্মি হয়ে গেছি। সোসাইটিতে যে কোন কাজ করতে গেলে তাদের অনুমতি নিতে হয়, নতুবা কোন কাজ করা যাচ্ছে না। এমনকি কোন জায়গা জমি এবং বিল্ডিং করতে গেলে তাদের অনুমতি ছাড়া জায়গায় ও বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর করা যায় না। কোন জমি নিতে হলে তাঁরা ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত চাঁদা দাবি করে। নতুন কোন বিল্ডিং তৈরি করতে হলে তাদের কাছ থেকে ইট, বালু, রড, সিমেন্ট বেশি দামে নিতে হবে। এতে অস্বীকৃতি জানালে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দাবি করে এ সন্ত্রাসী গ্রুপ।
জেলা প্রশাসক, মেয়র আইভী ও এমপি শামীম ওসমানসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট দাবি করে বক্তারা আরও বলেন, আমরা কোন ঝামেলা চাই না। আমরা এ সোসাইটিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করে তাদের অভিযোগগুলো যাচাই-বাছাই করে মিজান ও আল আমিন গং ভূমিদস্যু, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিক্রমপুর সোসাইটির সকল সদস্যদেরকে শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ করে দেয়ার জন্য প্রশাসনের কাছে আহবান জানাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available