নাছির উদ্দীন রাজ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউপির পশ্চিম সাঘটিয়া পাড়ার পাহাড় হতে দুই যুবককে অপহরণ করেছেন পাহাড়ি সন্ত্রাসীরা। তারা পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছে। অপহরণকারীদের হাতে যথা সময়ে টাকা পৌঁছে না দিলে তাদের (অপহৃত যুবকদের) জীবিত আর পাবে না বলেও তাদের স্বজনদের কাছে হুমকি দেওয়া হয়েছে।
৭ ফেরুয়ারি মঙ্গলবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন অপহৃতের বড় ভাই মৃত কালু মিয়ার ছেলে নুরুল কবির।
অপহরণকৃতরা হলেন- পশ্চিম সাতঘড়িয়া পাড়ার মৃত কালু মিয়ার ছেলে নুরুল আমিন (২০) ও হ্নীলা এলাকার জিন্নার ছেলে প্রকাশ কালো। (তবে অপহরণ কৃত কালোর নাম ও পিতার নাম সম্ভাব্য বলে জানিয়েছে তথ্য দাতা নুরুল কবির)
নুরুল কবির জানান, বুধবার বিকালে সাতঘড়িয়া পাড়ার পাহাড়ে কৃষি ক্ষেতের ঘিরা বা বাউন্ডারি দেওয়ার জন্য কাঠ কাটতে গেলে অপহরণকারিরা তাদের অপহরণ করেন। পরের দিন তাদের পরিবারে মোবাইল করে তাদের মুক্তির জন্য মোটা অংকের টাকা মুক্তিপণ দাবি করেন।
তিনি আরও জানান, কোন সাংবাদিক দিয়ে নিউজ করালে বা থানায় অভিযোগ করলে অপহরণকৃতদের লাশ বাড়িতে পাঠানো হবে বলেও হুমকি প্রদান করা হয়।
স্থানীয় ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নুর কবির জানান, দুই জন অপহরণ হয়েছে। একজনের নুরুল আমিন, অপর জনের নাম জানি না।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক নাছির উদ্দীন মজুমদার (তদন্ত) জানান, আমাদের কাছে কেউ আসেনি, তবে দুই জন না আমরা একজনের কথা শুনেছি। সে পেশাদার মাদক ব্যবসায়ী। সম্ভবত তাদের দুই পক্ষের মধ্য মাদকের লেনদেন নিয়ে একজনকে পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। কেউ আমাদের জানালে আমরা ব্যবস্তা নেব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available