• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে তাজুল হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

৩১ জানুয়ারী ২০২৪ বিকাল ০৩:৩০:৩৫

সিলেটে তাজুল হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

সিলেট প্রতিনিধি: সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতা তাজুল ইসলাম হত্যা মামলার রায়ে ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় দেন। মামলায় মোট ১৬ আসামির ৯ জনকে অব্যাহতি দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো, শাকিল ওরফে পিচ্চি শাকিল (২৪), সবুজ ওরফে টুকাই সবুজ (২৮), আল-আমিন ওরফে জেটলি (২৭), মিঠুন দাস ধর্মান্তরিত মিন্টু আহমেদ, আব্দুল ওয়াহাব কাইয়ুম (৩৮), তোফায়েল আহমদ ও আব্দুর রহিম।

এ তথ্য নিশ্চিত করেছেন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফুর আলী।

হত্যাকাণ্ডের শিকার তাজুল ইসলাম নগরের খুলিয়া টুলা নীলিমা-৫২/৪ নেহার মঞ্জিলের বাসিন্দা ও সিসিকের বর্তমান সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানা বেগম শানুরের স্বামী। তিনি বিএনপির অঙ্গসংগঠনের স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ আগস্ট রাত ১০টার দিকে নগরের কুয়ারপাড় সংলগ্ন খুলিয়া টুলা গরমদেওয়ানের মাজার সংলগ্ন সড়কে সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম শানুরের স্বামী তাজুল ইসলামকে কুপিয়ে খুন করা হয়। হত্যাকারীরা প্রথমে তার চোখে মরিচ ও চুন ছিটিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার রাতেই অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করে পুলিশ।

পরে ২৩ আগস্ট নিহতের স্ত্রী শাহানা বেগম শানু বাদী হয়ে কোতোয়ালি থানায় ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২৯ জুলাই কোতোয়ালি থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. ইবাদুল্লাহ আদালতে এই মামলায় অভিযোগপত্র (২২৩) দাখিল করেন। চার্জশিট থেকে তিনি ৬ জনকে অব্যাহতির আবেদন করেন।

মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে মঙ্গলবার ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত। ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। 
খালাসপ্রাপ্তরা হলেন, রিপন আহমদ, আমিরুল বিক্রম, মাহবুবুর রহমান মারুফ, শেখ রিপন মিয়া, সৈয়দ হাফিজ, সৈয়দ আজিজ, গুলজার, কৃঞ্চ ও টিপু।

এর আগে, ২০১৪ সালের ২৬ জানুয়ারি দুপুরে লামাবাজার পুলিশ ফাঁড়ির সামনে তাজুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে সুহান ইসলামকেও (১৮) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ঘটনার প্রায় আড়াই বছর পর দুর্বৃত্তরা একই কায়দায় সুহানের বাবা তাজুল ইসলামকে (৪২) হত্যা করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫