• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:১৫:১৬ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:১৫:১৬ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

শিক্ষা

বরিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫, শীর্ষে ভোলা পিছিয়ে পটুয়াখালী

৮ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৩:২৬:৩৬

বরিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫, শীর্ষে ভোলা পিছিয়ে পটুয়াখালী

বরিশাল ব্যুরো : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৬ দশমিক ৯৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন। পাসের হারে বরিশাল বোর্ডে শীর্ষে ভোলা জেলা ও সর্বনিম্ন পটুয়াখালী জেলা।

৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ফলাফলের এই পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

তিনি জানান, এ বছর ব‌রিশাল বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৬ শতাংশ। এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার সব থেকে বেশি। এরপর ব্যবসায় শিক্ষা ও মান‌বিক বিভাগের অবস্থান। বোর্ডে শীর্ষে থাকা ভোলা জেলার পাশের হার ৯২ দশমিক শূন্য দুই ও পিছিয়ে থাকা পটুয়াখালী জেলার পাশের হার সর্বনিম্ন ৭৩ দশমিক ৭৫।

ঘোষিত ফলাফলে এবার সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে মান‌বিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে মোট ৩ হাজার ৩৮৯ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া ‌বিজ্ঞান বিভাগ থেকে ৩ হাজার ২৬৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩৩ জন জিপিএ-৫ পেয়েছে।

এদিকে বরিশাল বোর্ডে এবারে কেউ পাস করেনি এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬