• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৮:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৮:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় সাব-কন্ট্রাক্টর হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন

৩১ জানুয়ারী ২০২৪ বিকাল ০৫:১৩:০২

কুমিল্লায় সাব-কন্ট্রাক্টর হত্যার দায়ে ৩ জনকে যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার বুড়িচংয় থানায় সাব-কন্ট্রাক্টর মো. শের আলীকে হত্যার দায়ে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে কুমিল্লার আদালত।

৩১ জানুয়ারি বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের মো. মালেক হাবিলদারের ছেলে মো. সুজন মিয়া (৪০), আবুল কাশেমের ছেলে মো. মামুন (১৮) এবং একই জেলার সদর দক্ষিণ মডেল থানার মনিপুর দক্ষিণ পাড়ার মৃত রুস্তম আলীর ছেলে মো. জাকির হোসেন (৩০)।

মামলার বিবরণ সুএে জানা যায়, ক্যান্টমেন্ট বোর্ড অফিস এলাকার একটি আম বাগানে ভিকটিম মো. শের আলী ও ১নং আসামি মো. সুজন মিয়া লিজ নিয়ে কৃষিকাজ করে। পরে আম বিক্রির পাঁচ লক্ষ টাকা ভাগ ভাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। ২০১৫ সালের ২৩ জুন মঙ্গলবার দুপুর ২টার দিকে কুমিল্লা বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের আয়েশা আক্তারের বসত ঘরের উত্তর-পূর্ব কোনের রুমে পূর্ব আক্রোশের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমে ভাড়া বাসায় ঢুকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে গামছা দিয়ে মুখ এবং হাত-পা বেঁধে অচেতন অবস্থায় ফেলে রাখে। মামলার বাদি ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে ময়নামতি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মো. শের আলীকে তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থান সূত্রে জানা যায়, নিহতের প্রতিবন্ধী ভাই মো. বাবুল মিয়া (৪৫) বাদি হয়ে মো. সুজন মিয়া (৪০) ও মো. জাকির হোসেন (৩০) এবং বুড়িচং উপজেলার ঘোষনগর গ্রামের কন্ট্রাক্টর মো. হামযা (৫০) কে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বুড়িচং থানার এসআই মো. ইমাম হোসেন ঘটনা তদন্ত করেন। আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রাথমিকভাবে প্রামাণিত হওয়ায় ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদয়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫