বরিশাল ব্যুরো : বরিশাল ক্যাডেট কলেজে অধ্যয়নরত সালমান রহমান জুবায়ের (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি কলেজের ইংরেজি বিষয়ের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ শাহজালালের ছেলে।
জানা যায়, ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫টার দিকে কলেজে প্রশিক্ষণরত অবস্থায় সময় জুবায়ের রশি ছিড়ে পড়ে আহত হয়। আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বিজয় বলেন, ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত ঘোষণার পরও অভিভাবকরা সালমানকে লেবুখালী সিএমএইচ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ ফোরকান কবির বলেন, বরিশাল ক্যাডেট কলেজ থেকে জানানো হয়, মঙ্গলবার বিকালে তাদের একটা প্রশিক্ষণ চলছিলো। সেসময় স্টিলের একটি খুঁটির সঙ্গে বাঁধা রশি ছিড়ে জুবায়ের পড়ে যায়। এ সময় তার মুখ থেঁতেলে যায় এবং একটি হাড় ও দাঁত ভেঙে যায়।
এ ব্যাপারে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, বরিশাল ক্যাডেট কলেজের এক শিক্ষার্থী মারা যাওয়ার খবর বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কিছু জানায় নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available