শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় এ বছর ১৩১টি পিআইসি গঠন করে হাওর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। এই কমিটি গঠনের নানা অনিয়মের অভিযোগ এনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য শাল্লা উপজেলা কৃষক লীগের আহবায়ক রণজিত কুমার দাস পানি উন্নয়ন বোর্ডের প্রতিমন্ত্রী ও সচিব বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
১৭ জানুয়ারি পানি উন্নয়ন বোর্ডে এ অভিযোগ করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে ২০২৩-২৪ অর্থ বছরে হাওর রক্ষা বাঁধের প্রকল্প বাস্তবায়ন কমিটি(পিআইসি) গঠনে সংশ্লিষ্ট কর্মকর্তারা নীতিমালার তোয়াক্কা না করে নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে প্রকল্প কাজের অনুমোদন দিয়েছে। ফলে প্রকৃত কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুযোগ পেয়ে নীতিমালা অনুসরণ না করে সিন্ডিকেটের মাধ্যমে প্রকৃত কৃষকদের না দিয়ে তাদের মনোনীত ব্যক্তিদেরকে পিআইসি অনুমোদন দিয়েছেন। এমনকি একই পরিবারে আপন দুই ভাইকে পিআইসির সভাপতি ও সদস্য সচিব করা হয়েছে। যা নীতিমালার বহির্ভুত।
স্থানীয় সংসদ সদস্যকে তোয়াক্কা না করে হাওর রক্ষা বাঁধের কমিটি অনুমোদন দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী রণজিত কুমার দাস বলেন, আমি হাওর রক্ষা বাঁধের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির কৃষক প্রতিনিধি। শুরু থেকেই হাওর রক্ষা বাঁধের কমিটি গঠনের অনিয়মের প্রতিবাদ করে আসছি। কিন্তু কোনো ফল পাইনি। তাই কৃষকদের অধিকার আদায়ের জন্য পানি উন্নয়ন বোর্ডের প্রতিমন্ত্রী ও সচিব বরাবরে অভিযোগ করেছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available