সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নে অবস্থিত এসআর ব্রিকস নামের ইটভাটা মালিকের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৩১ জানুয়ারি বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেছে।
জানা যায়, বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সআর ব্রিকসের মালিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্তি জমি ব্যবহার না করাসহ পরিবেশ অধিদফতরের বিধি মোতাবেক ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।
এ নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত ইটভাটাগুলোর মধ্যে ৪টিতে অভিযান পরিচালনা করে জরিমানা ও সতর্ক করা হয়।
এরআগে, উপজেলার সর্বানন্দ ও ছাপড়হাটী ইউনিয়নের আরও ৩টি ইটভাটা সংশ্লিষ্ট বিধি উপেক্ষা করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩-এর বিশেষ ক্ষমতাবলে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট আইন অমান্য করে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণে রাষ্ট্রীয় ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available