• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৫:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৫:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাল্লায় অঞ্জু রায় স্মৃতি পরিষদের উদ্যোগে বাহাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল

৩১ জানুয়ারী ২০২৪ সন্ধ্যা ০৭:১৭:০১

শাল্লায় অঞ্জু রায় স্মৃতি পরিষদের উদ্যোগে বাহাড়া প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল

শাল্লা (সুনাগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অঞ্জু রায় স্মৃতি পরিষদের উদ্যোগে সকল শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মিড-ডে মিল প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলার অন্যান্য বিদ্যালয়ে প্রায় ৪০ শিক্ষক ও উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

৩১ জানুয়ারি বুধবার দুপুর ১টায় বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অঞ্জু রায় স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও শাল্লা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের ব্যাক্তিগত অর্থায়নে এই বিদ্যালয়ের ১৪৫ জন শিক্ষার্থীদের দুপুরের খাবার পরিবেশন করা হয়।

জানা যায়, শাল্লা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের ১ম স্ত্রী অঞ্জু রায় (সহকারী শিক্ষক) গত ২০১৫ সালের ২২  জানুয়ারি সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন। তারপর থেকেই তাপস কুমার রায় স্ত্রীর স্মৃতি স্মরণে নিজ কর্মস্থলের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবছর এ কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এরই ধারাবাহিকতায় তার নিজ কর্মস্থল এলাকার বাহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মিড-ডে মিলের আয়োজনে উপস্থিত সকলের মধ্যে এক প্লেইট ভুনা খিচুরি, একটি ডিম ও একটি করে বেগুন ভাজি পরিবেশন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শাল্লা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, ইউ. আর. সি ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক অরবিন্দু দাস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উৎপল দাস, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অজিত বরণ দাস, পোড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন তালুকদার, সহদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত দাসসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০