লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ইউপি সচিবদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এ সময় সচিবদের প্রকাশনা জয় যাত্রার মোড়ক উন্মোচন করা হয়।
৩১ জানুয়ারি বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৫৮ জন ইউপি সচিবের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ইউপি সচিবদের প্রকাশনায় প্রকাশিত জয় যাত্রা বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। অনুষ্ঠানে সচিবদেরকে ফুল ও জয় যাত্রার বই দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
মতবিনিময়ে সভায় সচিবরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রধান অতিথি জেলা প্রশাসক সুরাইয়া জাহানের কাছে। উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সাজিয়া পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাদ্দাম হোসেন, বাংলাদেশ ইউপি সচিব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, লক্ষ্মীপুর জেলা ইউপি সচিব সমিতির সভাপতি মো. নুরুল হুদা, ইউপি সচিব সমিতির সাংগঠনিক সম্পাদক মো. বীর বাহাদুর ইউছুফ ও উপজেলা বাপসার সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ২০১২ সালের দিকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জন্ম নিবন্ধন এবং ইউনিয়নের আনুষাঙ্গিক কাজ করার জন্য উদ্যোক্তাদের ডেকে এনে ইউনিয়ন পরিষদে বসানো হয়। সে সময় ইউনিয়নের পক্ষ থেকে তাদেরকে কাজের জন্য কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম দেয়া হয়েছে। যেহেতু তাদের কোনো বেতন না থাকায় ওই কাজের আয়টা উদ্যোক্তারা নিবে।
বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্যোক্তাদের কাজের গতিশীলতা আরও বাড়াতে হবে।
তিনি বলেন, এক সময় কম্পিউটার প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের দিলেও বর্তমানে তারা তাদের নিজ দায়িত্বে এ সকল সরঞ্জাম মেরামত করবে। তাছাড়া চেয়ারম্যান এবং সচিবদেরকে অবগত না করে উদ্যেক্তারা কোনো কাজ করতে পারবে না। ইউনিয়ন পরিষদে তারা কোনো অন্যায় কাজ করতে পারবে না। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে ইউনিয়নের অবকাঠামো উন্নয়নে সচিবদের আরও গতিশীল হওয়ার আহবান জানান তিনি ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available