• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০১:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

শিবচরে জাটকা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান

১ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:০৪:১৬

শিবচরে জাটকা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অবৈধভাবে জাটকা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী বেইলী ব্রিজ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শিবচর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব ফেরদৌস ইবনে রহিম অভিযান পরিচালনা করেন এবং তার নেতৃত্বে অভিযান চলাকালীন সময় বিপুল পরিমাণ জাটকা মাছ বাজেয়াপ্ত করা হয়। তাৎক্ষণিকভাবে ঝাটকা মাছগুলো ছয়টি মাদ্রাসা ও এতিমখানায় পৃথকভাবে ভাগ করে দেওয়া হয়। আর কিছু মাছ গরিব ও দুঃখীদের মাঝে বিতরণ করা হয়।

মাদ্রাসা ও এতিমখানাগুলো হল ( ১) উত্তর বাখরেরকান্দি বড় বাড়ি গোরস্থান ইসলামিয়া মাদ্রাসা  (২) সালেহা বেগম ক্যাডেট মাদ্রাসা (৩) হযরত খাদিজা (রা:) হাফিজিয়া মহিলা মাদ্রাসা (৪) ইসলামিয়া ফোরকানিয়া কওমি মাদ্রাসা (৫) খানবাড়ি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা ও (৬) গোরস্থান দারুল ফোরকান কওমি মাদ্রাসা।

এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা বলেন, শিবচর উপজেলার বিভিন্ন বাজারে আমাদের জাটকা অভিযান পরিচালনা চলমান থাকবে। তবে কেউ যদি জাটকা মাছ সংরক্ষণ ও বিক্রি করে তার ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিব।

অভিযান চলাকালীন বাজারে উপস্থিত ছিলেন, মাসুদ রানা (সাবেক ছাত্রনেতা), ৬নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক মাদবর, খোকা মাদবর , হাজী আব্দুল রব মোড়ল, সিরাজ মোড়ল ও বাজার ম্যানেজমেন্ট কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার মেজবাহউদ্দিন প্রমুখ।

বাজারের ইজারাদার মোহাম্মদ সাইদুর রহমান (সুজন) মাদবর বলেন, বাজারে জাটকা মাছ বিক্রি করা নিষেধ। কেউ যদি ঝাটকা মাছ বিক্রি করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫