• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:২৫:০৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সন্ধ্যা ০৬:২৫:০৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামুতে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

১ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৩৮:১৭

রামুতে বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে বেপরোয়া মারসা বাসের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন ।

১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার রশিদ নগর ইউনিয়নের পানির ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম রশিদ নগর ইউনিয়নের হামিদ পাড়া গ্রামের বাবুল ড্রাইভারের ছেলে। আহতরা হলেন একই এলাকার আশরাফ ও রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে রশিদ নগর ইউপি চেয়ারম্যান শাহ আলম জানায়, সকালে রশিদনগর পানির ছড়া বাজারে মারসা বাসের ধাক্কায় মাহিন্দ্রা গাড়িতে থাকা ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে সাইফুল ইসলাম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। অপর দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল বারী ইবনে জলিল বলেন, ঘটনাস্থল থেকে গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ