নেত্রকোনা প্রতিনিধি: বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মানুষের কল্যাণে জলাভূমি এই স্লোগানে নেত্রকোনায় মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন।
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শহরের মোক্তারপাড়া পৌরসভার মোড়ের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বারসিকের সহযোগিতায় শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির আয়োজনে কাপড়ের লেখা ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরে নেত্রকোনা শহরের পুকুর ও মগড়া নদী সুরক্ষার দাবিতে জেলা প্রশাসক শাহেদ পারভেজের কাছে এবং পৌরসভার মেয়র বরাবর প্যানেল মেয়র এস এম মহসীন আলমের কাছে স্মারকলিপি প্রদান করে।
এর আগে, মানব্বন্ধনে শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল কবীর সরকারের সভাপতিত্বে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা জলাভূমি রক্ষার দাবি করে শহরের ৫৩টি পুকুরের মধ্যে ১১টি জীবিত পুকুরকে বাঁচিয়ে রাখতে দাবি জানান। দখলদারদের হাত থেকে মগড়া নদী উদ্ধার করে ওয়াকওয়ে নির্মাণ করার দাবি জানান।
মানববন্ধনে অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন, জন উদ্যোগের আহবায়ক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সম্পাদক সাংবাদিক আলপনা বেগম, কবি ও চেম্বার সহ সভাপতি সোহরাব উদ্দিন আকন্দ, সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ ইমরান, আশরাফুল ইসলাম অন্তর, যুব ফোরামের তাজিম রহমান প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available