লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে দিয়াড় বাহাদুরপুর মৌজায় বৈধ লিজ নেয়া চরে বালু উত্তোলনের সময় এক্সিভেটর, গাড়ি ভাংচুর ও কারাদণ্ডের প্রতিবাদে সহকারী কমিশনারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ীরা।
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার দিয়াড় বাহাদুরপুর চরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী রবিউল ইসলাম।
এ সময় তিনি বলেন, দিয়াড় বাহাদুরপুর মৌজায় রেভিনিউ ডেপুটি কালেক্টর শামীমা আক্তার জাহান স্বাক্ষরিত চিঠির নির্দেশে বালুমহাল মোট ১৪ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকায় বালু মহাল ইজারার কার্যাদেশ প্রদান করেন রাসেল এন্টারপ্রাইজকে।
রাসেল এন্টার প্রাইজ বৈধ লিজ নেয়া ওই মৌজায় বালু উত্তোলন কালে ৩১ জানুয়ারি দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ ও ভূমি অফিসের নাজির আসাদ বালু মহালে উপস্থিত হয়ে এক্সিভেটরসহ বালু বহণকারী ট্রাক্টর ভাংচুর ও ব্যাটারি খুলে নিয়ে যায়। এসময় ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার নবীনগর গ্রামের বেলাল মন্ডলের ছেলে আরিফুল ইসলাম (২৮), সাইপাড়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সাহারুল (৩২) কে ২৯ দিন ও সালামপুর গ্রামের জাবেদ সরকারের ছেলে হৃদয় (২১)-কে ২১ দিন করে কারাদণ্ড প্রদান করে।
রাসেল এন্টার প্রাইজের সত্ত্বাধীকারী রাসেল আহম্মেদ জানান, আমি অবৈধ কোন কিছু করি নাই। আমার লিজকৃত বৈধ ঘাটে উত্তোলনকৃত বালু ট্রাক্টর দিয়ে বহণকালে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে বালু বহণকারী গাড়ি ভাংচুর করে ব্যাটারি খুলে নিয়ে যায়। একই সঙ্গে ৩ জনকে কারাদণ্ড প্রদান করেছেন সেটা আমার বোধগম্য নহে।
এব্যাপারে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে বলেন, আমি এখন অভিযানে আছি, কথা বলা যাবে না। এ কথা বলেই তিনি তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available