বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মেলার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
ইউএনও আবু রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমীর হামজা ও তথ্য প্রযুক্তি কর্মকর্তা আব্দুর রহমান আনছারী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available