• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাজিপুরে নিজ জমির ওপর দিয়ে সড়ক নির্মাণে বাধা, কাউন্সিলরের বিরুদ্ধে বৃদ্ধকে কোপানোর অভিযোগ

২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:০৩:২০

কাজিপুরে নিজ জমির ওপর দিয়ে সড়ক নির্মাণে বাধা, কাউন্সিলরের বিরুদ্ধে বৃদ্ধকে কোপানোর অভিযোগ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে নিজ জমির ওপর দিয়ে সড়ক নির্মাণে বাধা দেওয়ায় বৃদ্ধসহ তিনজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে পৌর কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধে।

১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাজিপুর আমলি আদালতে কাউন্সিলর মিনা খাতুন ও তার স্বামী জহুরুল ইসলামসহ ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ৩০ জানুয়ারি কাজিপুর পৌর এলাকার বেরিপোটল গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই ভাই বৃদ্ধ আব্দুস সামাদ, সাইফুল ইসলাম এবং আব্দুস সামাদের স্ত্রী আসমা খাতুন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কাউন্সিলর মিনা ও তার স্বামী জহুরুল ইসলাম সামাদের ঘর ভেঙে জমির ওপর দিয়ে জোরপূর্বক সড়ক নির্মাণের চেষ্টা করে। এ সময় প্রবীণ আব্দুস সামাদ ও সাইফুল ইসলাম বাধা দেন। কথাকাটাকাটির একপর্যায়ে জহুরুলসহ তাদের স্বজনরা আব্দুস সামাদ ও সাইফুল ইসলামকে মারধর করে রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। তাদের বাঁচাতে আব্দুস সামাদের স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে কাউন্সিলর মিনা খাতুনের মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বেরিপোটল গ্রামে মারামারির খবর শুনে পুলিশ পাঠানো হয়। এতে দু'পক্ষের লোকজন আহত হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০