• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ায় দিনমজুরকে মাথায় কুপিয়ে জখম, গ্রেফতার ১

৩ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ০৮:১৬:২৮

রাঙ্গুনিয়ায় দিনমজুরকে মাথায় কুপিয়ে জখম, গ্রেফতার ১

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মো. ইকবাল হোসেন (৩৬) নামের এক দিনমজুরকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে।

২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে কথা হয় আহত দিনমজুর ইকবাল হোসেনের সাথে। তিনি এখনো চট্টগ্রাম ম্যাডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় তার মাথায় গভীর জখম হয়েছে। সারা শরীরে আঘাতের তীব্র ব্যথায় কাতরাচ্ছেন তিনি। উপজেলার লালানগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আলমশাহপাড়া কাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ইকবাল একই এলাকার মো. হোসেনের ছেলে। অন্যদিকে মামলায় অভিযুক্তরা হলেন, ওই এলাকার আবুল হোসেনের ছেলে মো. জামাল উদ্দিন (৪০), মো. শাহ আলম (৫০) ও জামাল উদ্দিনের স্ত্রী নিপা আক্তার (৩৫)। এরমধ্যে বুধবার রাতে জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে করা হয়।

আহত ইকবাল হোসেন জানান, ৩০ জানুয়ারি দুপুর দেড়টার দিকে স্থানীয় নুরুল আলমের (৬০) পুরাতন বসতঘরে গাছ কাটা শ্রমিক হিসেবে গিয়ে কাজ করছিলেন তিনি। বিকেল চারটা ১০ মিনিটের দিকে অভিযুক্তরা অতর্কিতভাবে তাকে শার্টের মধ্যে ধরে ফেলে। একপর্যায়ে পাশে থাকা তার গাছ কাটার কুড়াল দিয়ে মাথার মাঝ বরাবর কোপ মারে। এতে তার মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়। তিনি ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসায় তিনি প্রাণে রক্ষা পান। তাকে অজ্ঞান অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিছুটা সুস্থতা অনুভব করলে মুখের বর্ণনা শুনে অভিযোগটি লেখা হয় এবং তিনি স্বাক্ষর করে ঘটনার সাক্ষীর মাধ্যমে অভিযোগটি থানায় প্রেরণ করেছেন বলে জানান। পরবর্তীতে এটিকে মামলা হিসেবে রেকর্ড করার পর পুলিশ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছেন।

এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার এসআই সুমন কুমার দে বলেন, ‘দিনমজুর ইকবাল যাদের ঘরের গাছকাটা শ্রমিক হিসেবে গিয়েছিলেন, তাদের সাথে অভিযুক্তদের পূর্ব বিরোধ ছিলো। এর জের ধরে এই ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা। এই ঘটনায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫