ভোলা প্রতিনিধি: ভোলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ৩২টি গ্রুপের মাধ্যমে ৯৬ জন জেলের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে।
২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর যৌথভাবে জেলেদের মাঝে এসব উপকরণ জাল বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাল বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন এবং সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মৎস্য অধিদফতরের মহা-পরিচালক সৈয়দ মো. আলমগীর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হেমায়েত হোসেন, বরিশাল বিভাগ মৎস্য অধিদফতরের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available