• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৪:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে সন্ত্রাসীদের হামলায় যুবক নিহত

৩ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:২০:১৩

নরসিংদীতে সন্ত্রাসীদের হামলায় যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি: মাদক ব্যবসাকে কেন্দ্র করে নরসিংদীতে সুমন নামে একজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধিন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

২ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা মহল্লার মোল্লা বাড়ি জামে মসজিদ রোডে তাকে এলোপাথাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা।

নিহত সুমন মিয়া (৩৬) ওরফে কাইল্যা সুমন জেলার সদর উপজেলার সংগীতা এলাকার ছোবান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দাসপাড়া এলাকার একটা খানকা শরীফ থেকে সংগীতার দিকে ফিরছিল কালা সুমন। পরে পশ্চিম ঘোড়াদিয়ার মোল্লা বাড়ি মসজিদের সামনে আসলে চিনিশপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য রাদিব তামজিদ জুয়েল ও তার ভাই সোহেল, খায়রুল ও রাজ্জাকসহ ৫ থেকে জন অস্ত্রধারী সন্ত্রাসী তার গতিরোধ করে।

এ সময় কালা সুমনকে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। সুমনের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা তাকে ফেলে রেখে চলে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা খারাপ দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় তার মৃত্যু হয়।

নরসিংদী সদর মডেল থানার ওসি তানবীর আহাম্মেদ জানিয়েছেন, নিহত সুমনের সাথে এলাকার বেশ কয়েকজনের সাথে দ্বন্দ্বের খবর পাওয়া গেছে। তাছাড়া মাদক ব্যবসা, বাজার কমিটি নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এসবের  জেরেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত সুমনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাইসহ দ্রুত বিচার আইনে থানায় ১০টি মামলা রয়েছে।

এছাড়া নরসিংদীর পলাশের জিনারদী ইউনিয়নের বরাব রেল লাইনের পাশ থেকে সুমন নামে এক দিনমুজুরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মো. ইকতিয়ার উদ্দনি জানান, প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রনের ইঞ্জিনের ধাক্কায় সুমন সাহার মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যাবে বলেও জানান এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫