নীলফামারী প্রতিনিধি: রংপুর ও নীলফামারীতে পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-১৩। এসময় এক নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়।
২ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯ টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার হেলেঞ্চা গ্রামে মাদক কারবারি মোছা. শরিফার বাড়িতে অভিযান চালিয়ে ৬২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় শরিফাকে আটক করে র্যার।
২ ফেব্রুয়ারি শুক্রবার অপর অভিযানে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী এলাকার সরকার পাড়া গ্রামে অভিযান চালায় র্যার। উদ্ধার করা হয় ১ হাজার ৩২৫ বোতল ফেন্সিডিল।
এ সময় খালিশা চাপানী এলাকার সরকারপাড়া এলাকার এনতাজ আলীর ছেলে হুমায়ুন কবীর ও বাবুল হোসেনের ছেলে সৈয়দ আলীকে আটক করা হয়।
র্যাব-১৩'র অধিনায়ক বলেন, মাদক সিন্ডিকেটের সাথে জড়িতদের ধরতে সরাসরি অভিযান পরিচালনা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available