লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪০৫ পিস ইয়াবাসহ মো. ইয়াছিন মুন্সি (২৫) ওরফে ওমর মুন্সি নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
২ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত সাড়ে বারোটায় রামগঞ্জ পৌর শহরের ৫ নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
আটক মো. ইয়াছিন মুন্সি রায়পুরের চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পের হাট এলাকার নজরুল ইসলাম মুন্সির ছেলে।
৩ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান।
তিনি জানান, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ (পিপিএম)-এর সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার রাত সাড়ে বারোটায় রামগঞ্জ পৌর শহরে পুলিশের রাত্রিকালীন টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ নং ওয়ার্ডস্থ দাদাভাই বিল্ডিংয়ের নিচ তলার উত্তর-পূর্ব কোণের রুমের ভিতর থেকে ইয়াছিন মুন্সিকে ৪০৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। অভিযানটি পরিচলনা করে এএসআই সবুজ মিয়া ও সঙ্গীয় ফোর্স।
অভিযানের আগেই তার সাথে থাকা অপর মাদক কারবারিরা পালিয়েছে বলে তথ্য দিয়েছে আটক যুবক। তবে পলাতকদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।
রামগঞ্জ থানা পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available