• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:৪৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মতলব উত্তরে প্রতিবন্ধীর বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রবাসীর স্ত্রী

৯ ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:০৮:০১

মতলব উত্তরে প্রতিবন্ধীর বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রবাসীর স্ত্রী

সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামের মরহুম আবুল হাসেমের ছেলে প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী স্থানীয় লোকজন নিয়ে একই গ্রামের প্রতিবন্ধী আমির হোসেনের বাড়ির রাস্তা (পথ) বন্ধ করে দিয়েছে।

মরহুম আলী হোসেন হাওলাদারের ছেলে প্রতিবন্ধী মোঃ আমির হোসেন জানান, ৪০ বছর পূর্বে তিনি বসত বাড়ি করেছেন। দক্ষিণ লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিকি মাইল পূর্ব দিকে কাঁচা রাস্তা থেকে একশত ফুট দক্ষিণ দিকে তার বাড়ি। বাড়ি যেতে প্রয়োজন তার একটি সরু পথ। রাস্তা থেকে বাড়ি যাওয়ার আগে জমিটি নজরুল ইসলামের।

প্রতিবন্ধী আমির হোসেন বাড়িতে যাওয়ার জন্য নজরুলের কাছ থেকে দুই শতক জমি তিন লক্ষ টাকা দরদাম হলে, আমির হোসেন দুই শতক জমির দাম তিন লক্ষ টাকা নজরুল ইসলামকে দেন।

এ টাকা দেওয়ার পর নজরুল ইসলাম প্রায় দুই শতক জমি ছেড়ে দেন। ঐ দুই শতক জমির উপর রাস্তা তৈরি করে প্রতিবন্ধী আমির হোসেন বাড়িতে আসা যাওয়া করে। তার ঘরে তার স্ত্রীসহ তার ৪ বছরের একটি শিশু সন্তান রয়েছে। তিনি বাড়িতে হাস মুরগির খামার করে কোন রকম দিনাতিপাত করে আসছে।

আর এই প্রতিবন্ধী আমির হোসেন তিনি নিজে হাটতে চলতে পারে না। তিনি তার স্ত্রীর সহযোগিতা ছাড়া চলতে পারে না।

জানা গেছে, গত ৮ ফ্রেরুয়ারি ভোরে ঐ প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী স্থানীয় লোকজন এবং দেশীয় অস্ত্র এবং বেকু মেশিন এনে রাস্তাটি কেটে ফেলেন।

কান্নাজড়িত কণ্ঠে আমির হোসেন বলছেন, তারা আমার পথ বন্ধ করেছো কেন, আমি তাদের তিন লক্ষ টাকা দিয়েছি।

প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী তাছলিমা বেগম বলেন, আমরা তার কাছ থেকে কোন টাকা পয়সা নেই নাই। আমার জায়গা দিয়ে আর তারা যেতে পারবে না৷

এদিকে আমির হোসেন তার পথ ফিরে পাবার জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। এ ব্যাপারে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন প্রতিবন্ধী আমির হোসেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫