স্টাফ রিপোর্টার, ফরিদপুর: সদ্য সম্পন্ন জাতীয় নির্বাচনের আগে ও পরে সংখ্যালঘু নির্যাতনের তথ্য সংগ্রহে সরেজমিন পরিদর্শন করছে বিএনপি গঠিত তদন্ত কমিটি।
এর অংশ হিসেবে ৩ ফেব্রুয়ারি শনিবার বিকেলে তদন্ত কমিটি ফরিদপুরর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল গ্রামে যান।
বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বিএনপি-টীম প্রধান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দলটি সরেজমিনে নির্যাতিতদের বাড়িতে বাড়িতে যান এবং তাদের মুখ থেকে সহিংসতার প্রত্যক্ষ বর্ণনা শুনেন।
এসময় ভুক্তভোগীরা জানান, তারা এখনও ভীতসন্ত্রস্ত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available