• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৭:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৭:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নড়াইলে ঘের দখলের সংঘর্ষে কৃষক নিহত

৪ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:০৫:১০

নড়াইলে ঘের দখলের সংঘর্ষে কৃষক নিহত

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে মাছের ঘের দখলের সময় সংঘর্ষে প্রতিপক্ষের ধারলো অস্ত্রের আঘাতে ইসরাফিল মোল্যা (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। ৪ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টার দিকে কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত কৃষক ইসরাফিল মোল্যা কৃষ্ণপুর গ্রামের মৃত হক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষ্ণপুর গ্রামের মালেক মোল্যার ছেলে নফু মোল্যার সাথে একই গ্রামের আনোয়ার ফকিরের ছেলে প্রিন্সের চাচুড়ী বিলের একটি মাছের ঘের নিয়ে বিরোধ চলে আসছিলো। গত একবছর ধরে এ বিষয়ে একাধিক হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ৪টি মামলা চলমান রয়েছে।

সর্বশেষ ৩ ফেব্রুয়ারি শনিবার বিকেল থেকে ওই মাছের ঘের দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। ৪ ফ্রেবুয়ারি রোববার সকালে প্রিন্সের পক্ষের লোকেরা ওই ঘেরে গেলে নফু মোল্যার লোকজন বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এসময় নফু মোল্যার সমর্থক ইসরাফিল মোল্যা মারাত্মক আহত হন। পরে পরিবার ও স্থানীয়রা ইসরাফিলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরে তিনি মারা যান।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সুজল বকসি বলেন, ইসরাফিল মোল্যা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, নড়াইল সদর হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫