চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঐতিহ্যবাহী কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘আমরা ক'জন প্রাক্তন ছাত্র’ এর আয়োজনে রাণিহাটী ইউনিয়নের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের ২০২৩-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
৩ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে ১০ টায় কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রী কলেজ মিলনায়তনে এ বৃত্তি প্রদান প্রদান করা হয়।
সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠানে কৃষ্ণ গোবিন্দপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ রফিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একই কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নূহ।
বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. দাউদ আলী, ব্যাংক কর্মকর্তা মো. জালাল উদ্দীন, অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন, ব্যাংক কর্মকর্তা শীশ মোহাম্মদ পারুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. রেজাউল করিম, শারীরিক শিক্ষা কলেজের অধ্যাপক মো. খাদেমুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. হুমায়ন কবির প্রমূখ।
প্রভাষক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তা মো. জামাল উদ্দিন। আরও বক্তব্য রাখেন রামচন্দ্রপুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ (বাবু), সহকারী শিক্ষক মো. জাকারিয়া প্রমুখ।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ নূহ বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে চাঁপাইনবাবগঞ্জের রাণিহাটী ইউনিয়নকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।
তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শিখায়। এই অনুষ্ঠানের আয়োজকবৃন্দ রাণিহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর স্কুল থেকে শিক্ষা অর্জন করে অনেকেই আজ দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত আছেন। তারা সততার সাথে দেশের জন্য কাজ করছেন।
এসময় রাণিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুরহাট নিবাসী দুইজন কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মো. আমিনুল ইসলাম ও সাংবাদিক ফয়সাল আজম অপুকেও ‘আমরা ক’জন প্রাক্তন ছাত্র’ সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধিত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available