• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৪:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৪:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

গণমাধ্যম

মাদারীপুরে সাংবাদিকের বাড়িতে হামলা, নারীসহ আহত বেশ কয়েকজন

১০ ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১:১৩:২৮

মাদারীপুরে সাংবাদিকের বাড়িতে হামলা, নারীসহ আহত বেশ কয়েকজন

মোঃ রুবেল আহমেদ, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুর জেলার শিবচরে দৈনিক মানবজমিন পত্রিকার শিবচর প্রতিনিধি হায়দার আলীর বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।

পুরানো বিরোধকে কেন্দ্র করে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লাক্কু মাদবরের নেতৃত্বে ১০/১২ জনের এক দল আকস্মিক হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করে।

এসময় সাংবাদিকের মা মনোয়ারা বেগম এবং ছোট ভাই হানিফ বেপারীকে বেধরক মারপিট করে। পরে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামে সাংবাদিক হায়দার আলীর বাড়িতে হামলা চালায় হাতেম মাদবরের ছেলে লাক্কু মাদবরসহ ১০/১২ জন দুর্বৃত্তরা। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের ভেতর ঢুকে মহিলাসহ দুইজনকে পিটিয়ে আহত করে। তাদের চিৎকার-চেঁচামেচিতে আশেপাশের লোকজন এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহত মনোয়ারা বেগম জানান, তারা আমাদের প্রতিবেশি। দীর্ঘদিন ধরেই লাক্কু মাদবররা আধিপত্য বিস্তার করতে আমাদের সাথে বিরোধ করে আসছে। তারা নানা সময় খবরদারি করে। আজকে বাড়িতে এসে অতর্কিত হামলা করে এবং মারধর করে।

ঘটনার সত্যতা স্বীকার করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০