সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ১২৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে পশ্চিম ইসলামাবাদ নূরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মামুনুর রশীদের উপস্থাপনায় বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার অলিউল্লাহ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সিপাই কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই বারের সাবেক সভাপতি গোলাম নবী খোকন, ইসলামাবাদ গ্রামবাসী ও অভিভাবকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল আজিজ, আল আমিন ভুইয়া, ইমন মিয়াজী, জমিদাতা মোস্তফা দর্জি, মোঃ হানিফ দর্জি, ফজজুল হক, মাওলানা সেকান্দর ইসলাম প্রমূখ।
গণমাধ্যমকর্মীদের মধ্যে এশিয়ান টেলিভিশনের মতলব প্রতিনিধি সুমন আহমেদ, নয়া দিগন্তের শেখ ওমর ফারুক, সাংবাদিক এম রাসেল রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মোঃ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন বলেন, শিক্ষার্থী ঝড়ে পড়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে নিয়মিত স্কুলে না যাওয়া, বাসায় ঠিক রীতিমতো লেখাপড়া না করা, সময়ের সঠিক ব্যবহার না করা, শিশু শ্রম, বাল্য বিবাহ অন্যতম। শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে সরকারের যে সব নীতিমালা রয়েছে তা পালন করতে হবে।
তিনি বলেন, গত প্রায় আড়াই বছর করোনায় শিক্ষাব্যবস্থা একবারে ঝিমিয়ে পড়েছিল। শিক্ষা ব্যবস্থার গুণগত মান আরও বৃদ্ধির লক্ষে শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বিশেষ অতিথি সাংবাদিক গোলাম নবী খোকন বলেন, শিশুদের নৈতিকতা শিক্ষা দেওয়ার এখনই সময়। শিশুরা হলো কাদা মাটির মত। তাদের যা শিখাবেন তা-ই শিখবে। এখানেই শিশুদের ফাউন্ডেশন তৈরি করতে হবে। মাদক, জঙ্গিবাদ, সন্রাস ও বাল্য বিবাহের বিরুদ্ধে সকলের সোচ্চার থাকার আহবান জানান তিনি।
তিনি বলেন, আর ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মামুনুর রশীদ যে উদ্দেশ্যে এ আয়োজনটি করেছেন, তার এই উদ্যোগ অত্যান্ত মহৎ। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available