সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় একটি ফার্মেসিসহ তিন ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
৬ ফেব্রুয়ারির মঙ্গলবার বেলা ১১ টায় এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এর আগে, ৫ ফেব্রুয়ারির সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করে।
জানা গেছে, উপজেলা সেবারহাট বাজারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখার অপরাধে নুর হাসপাতালে ভিতরের ফার্মেসি মালিক মাহবুবুর রহমানকে ১৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তীণ পঁচা-বাসী মিষ্টি রাখার অপরাধে বনফুল সুইচসের মালিক খন্দকার কুতুব উদ্দিনকে ১০ হাজার টাকা এবং মেয়াদ উর্ত্তীণ ও পঁচা-বাসী মিষ্টি রাখার অপরাধে অজি উল্লাহকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সেনবাগ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতার করে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় এ জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available